স্থানীয় সংবাদ

এস এম কামাল হোসেনের উদ্যোগে পানি ছিটানো কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চলমান তাপদহে, ধুলাবালি থেকে রেহাই পেতে ও জনমনের স্বস্তি দিতে খোলা ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের উদ্যোগে ট্যাংকলরী দ্বারা পানি ছিটানো কর্মসূচি গতকাল শনিবার খালিশপুর নতুন রাস্তা থেকে শুরু করেন। এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোঃ সুলতান মাহমুদ পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ আমানত আলী, ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকছেদ আলী, ট্যাংলরী ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আলী আজিম, কোষাধক্ষ্য মিজানুর রহমান মিজু,মোশারফ হোসেন মোসা,মোহাম্মদ লাভলু সহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ে নেতৃবৃন্দ।৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু বলেন আমাদের সংসদ সদস্য এস এম কামাল হোসেনের নির্দেশে আমরা এই অঞ্চলের মানুষের ভোগান্তির দূর করতে মানুষ যাতে স্বস্তিতে পথ চলতে পারে সেজন্যই আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button