করলা চাষে সফল খুলনার পথের বাজারের বাদশা মিয়া

সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার শস্য ভা-ার খ্যাত ফুলতলা উপজেলায় কৃষিতে একের পর এক সম্ভাবনা ও সাফল্যের গল্প রচিত হচ্ছে। চাকরির পেছনে না ছুটে শিক্ষিত যুবক মো. বাদশা সবজি করলার চাষ করে পেয়েছেন ব্যাপক সফলতা।সবুজের এই সাফল্য ও সমৃদ্ধি দেখে এখন আশপাশের অনেক কৃষক করলার চাষ করে লাভবান হচ্ছেন।ফুলতলা উপজেলার দামোদার ব্লকে করলা চাষে আর্থিকভাবে ব্যাপক সফলতা অর্জন করেছেন শিক্ষিত যুবক বাদশা । বাদশা চাকরির পেছনে ছুটেছেন। বেকারত্বের দুঃসময়ে অনুভব করেছেন বাস্তবতা।পরে সিদ্ধান্ত নেন নিজস্ব মেধাশক্তি ও পরিশ্রম কাজে লাগিয়ে উদ্যোক্তা হবেন। নিজের অধীনে আরও ১০-১৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করবেন। কিন্তু পূঁজির অভাবে বড় ধরনের উদ্যোগ নিতে পারছেন না। অন্যদিকে যৌথ সংসারের আর্থিক অনটন নিয়ে হিমশিম খাচ্ছেন।একপর্যায়ে সবুজ ফুলতলা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় অল্প খরচে অধিক লাভবান হওয়ার করলা চাষ দেখে আগ্রহী হন। শুরুতে পরিবারের অসম্মতি থাকলেও তিনি চাষাবাদ শুরু করেন। প্রথম বছরে করলা চাষে ১০ হাজার টাকা পূঁজি বিনিয়োগ করে ১ লাখ ২০ হাজার টাকার করলা বিক্রি করেন বাদশা । এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। পরিবারের পুরো সমর্থন নিয়ে ব্যাপক আকারে করলার চাষ শুরু করেন।সবুজ এ বছর ৩৩ শতাংশ জমিতে ১২ হাজার টাকা করলার চাষ করে এখন পর্যন্ত ৭৫ হাজার টাকার করলা বিক্রি করেছেন। তিনি আশা করছেন আগামি কয়েকদিনে আরো ৭ ০ থেকে ৮০ হাজার টাকার করলা বিক্রি করতে পারবেন। গত কয়েক বছরে করলার চাষ করে আর্থিক লাভের পাশাপাশি পরিবারকে করেছেন সমৃদ্ধশালী। করলা চাষে সবুজের এই সাফল্য দেখে আশপাশের অনেক কৃষক করলা চাষ করে তারাও লাভবান হচ্ছেন।কৃষক ফরিুক জানান, যারা বেকার যুবক তাদের জন্য আমি একটা কথাই বলবো, যেমন আমি পড়ালেখা শেষ করে চাকরি না পেয়ে একসময় হতাশ হয়ে পড়ি। কিন্তু পরে কৃষি দেখে করলার চাষ করে আজ আমি স্বাবলম্বী। আরও অনেক শিক্ষিত যুবক ইউটিউব দেখে চাষাবাদ করে তারাও স্বাবলম্বী হচ্ছেন।ফুলতলা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মশিয়ালী ব্লকের সালামা সুলতানা বলেন, বাংলাদেশে উচ্চমূল্য ফসলগুলোর মধ্যে করলা একটি। যদিও করলাকে বলা হয় খরিপ মৌসুমে ফসল, কিন্তু কৃষক বেশি লাভবান হয় রবি মৌসুমে আবাদ করলে। আমরা ফুলতলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উচ্চমূল্যের ফসল হিসেবে অন্যান্য ফসলের পাশাপশি করলার আবাদ সম্প্রসারণে কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি তরুণ উদ্যোক্তা, শিক্ষিত তরুণ উদ্যোক্তারা যদি উচ্চমূল্য ফসল আবাদে এগিয়ে আসে তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে এবং একপর্যায়ে তারা প্রযুক্তি গ্রহণে আগ্রহী হয়।তিনি আরও জানান, কৃষক সবুজ তরুণ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন। ফুলতলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আশাবাদী, শীতকালীন করলা চাষ সম্প্রসারিত হয়ে এই উপজেলাতে দ্রুতগতিতে ছড়িয়ে পরবে এবং কৃষক সবুজের মতো আরও শিক্ষিত তরুণ যুবকরা এই ফসল আবাদে এগিয়ে আসবেন।