স্থানীয় সংবাদ

পানি ও স্যালাইন নিয়ে শ্রমিক ও পথচারীদের পাশে মহানগর স্বেচ্ছাসেবক দল

খবর বিজ্ঞপ্তি ঃ তীব্র গরমে কষ্টে থাকা খুলনা মহানগরীর গরিব ও শ্রমিক মানুষসহ সাধারণ মানুষের হাতে সুপেয় খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার নেতাকর্মীরা।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ নগরীর মানুষের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহসান হাবিব বাবু, মুনতাসির আল মামুন, হেলাল ফরাজী, নাসির উদ্দিন , মহিদুল ইসলাম, শওকত আলী বিশ্বাস লাবু, ইসলাম খলিফা, তারিফ বিশ্বাস বাবু, মাজেদুর রহমান তুহিন, রুহেল হাওলাদার, আকরাম শেখ, সাইদুর রহমান তপুসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, কয়েকদিন ধরে প্রচ- গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে স্বেচ্ছাসেবক দল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button