স্থানীয় সংবাদ

উদ্বোধন হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

খবর বিজ্ঞপ্তি ঃ সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে উদ্বোধন হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪। চারদিন ব্যাপি অনুষ্ঠিত শিক্ষা সপ্তাহের বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক, এস এম কামাল হোসেন। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এই দেশকে,ফলে কারিগরি শিক্ষায় অভিজ্ঞ ও দক্ষ স্মার্ট জনশক্তি গড়ে তোলার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও কেসিসি’র প্যানেল মেয়র এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ১৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোরশেদ আহম্মেদ মনি, ১৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শফিউল্লাহ, ১৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী, সাবেক কাউন্সিলর ও যুুুবলীগ নেতা মোঃ সুলতান মাহমুদ পিন্টুু, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস, ননটেক বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো.রেজাউল হক,চীফ ইন্সট্রাক্টর আমিনুল ইসলাম( নন- টেক), কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর, সিভিল টেকনোলজি ও আর্কিটেকচার টেকনোলজি বিভাগের প্রধান ও ইন্সট্রাক্টর জনাব শেখ ইয়াসিন,বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির প্রতিনিধি মিঠুন দত্ত, ইন্সট্রাক্টর (নন-টেক) ,পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাসান আলী, ইন্সট্রাক্টর (ইলেকট্রনিকস) । এছাড়া উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষক ম-লী ও কর্মকর্তা- কর্মচারী এবং ছাত্রীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button