স্থানীয় সংবাদ
খুলনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ইউপি সচিব সমিতির ফুলেল শুভেচছা

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার স্থানীয় সরকারের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার ইউপি সচিব সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টায় এ ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার ইউপি সচিব সমিতি (বাপসার) নবনির্বাচিত সভাপতি সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, কোষাধক্ষ ও অর্থ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ধীমান রায়।
স্থানীয় সরকার খুলনা এসিএলজি মোঃ মুনতাসির আলী খান নতুন কমিটিকে অভিনন্দন এবং দীর্ঘ সময় ধরে বিভন্ন বিষয়ে কথা বলেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।