স্থানীয় সংবাদ

খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির যৌথ আলোচনা সভা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন

যশোর ব্যুরো ঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সোমবার দুপুরে যশোর সদরের চাঁচড়া চেকপোস্টে যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৪৬২) ভবন এর ২য় তলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন,খুলনা বিভাগীয় ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ রবিউল হোসেন এর সভাপতিত্বে ‘অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিল এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর লক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবিতে’ এক যৌথ আলোচনা সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আব্দুর রহিম বকস দুদু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম মিন্টু সহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা সরকার ঘোষিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৪ কে শ্রমজীবী মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী উলে¬খ করে অবিলম্বে বাতিলের দাবি জানান। অত্যাবশ্যকীয় পরিসেবা বিল-২০২৪ অনুমোদন পেলে দেশের শ্রমিক-কর্মচারীরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন অনুযায়ী, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ অন্যান্য ন্যায়সংগত অধিকার,সামাজিক মর্যাদা ও সুরক্ষা থেকে বঞ্চিত হবে মর্মে আলোচনা করা হয়। এছাড়া পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনী পূর্বক সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button