স্থানীয় সংবাদ

যশোরে উন্নয়নের নামে দেদারসে গাছ কাটায় নেতৃবৃন্দের ক্ষোভ

যশোর ব্যুরো ঃ যশোর শহরের প্রাণ কেন্দ্র বেজপাড়া কবরস্থানে উন্নয়নের নামে দেদারসে গাছ কাটার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির আহ্বায়ক পরিবেশবীদ খন্দকার আজিজুল হক মনি ও সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। নেতৃবৃন্দ বলেন আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করলাম এবং আজকের স্থানীয়, জাতীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বেজাপাড়ার কবর স্থানের গাছ সমুহ উন্নয়নের নামে নির্বিচারে কেটে ফেলা হয়েছে। যখন তাপদাহে সারাদেশে আওয়াজ উঠেছে ‘গাছ বাঁচাও- গাছ লাগাও’ তখন এমন কাজ কোন ভাবেই গ্রহন যোগ্য নয়। এটা গাছ হত্যা নয় এটা মানুষ হত্যার সামিল।
আমরা জানি ব্যাক্তিগত গাছ কাটতে গেলেও বন বিভাগ ও সরকারের অনুমোদন লাগে, সেখানে বিনা অনুমতিতে গাছ কাটা ফৌজদারি অপরাধের মধ্যে পরে। আমরা আরো জানতে পারলাম আজকে বিভিন্ন পত্রিকায় সংবাদ বের হবার পর আজকের তারিখে পৌর মেয়রের নিকট কবর স্থানের উন্নয়নের জন্য অনুমতির আবেদন করা হয়েছে এবং পৌর মেয়র অনুমতি দেয়েছেন। ঐ আবেদনের ভিতরে ছোটখাট কিছু গাছ অপসারনের দাবি জানান হয়েছে। আমাদের প্রশ্ন গাছ তো কাটা, অপসারণ আগেই হয়ে গেছে, আজ কেন অনুমতির প্রয়োজন হ’ল? এবং পৌর মেয়রও কি ভাবে অনুমতি দিলেন? এখানে ডালমে কুছ কালা হে ?
আমরা পরিবেশ বিধ্বংসী গাছ নিধন, অনুমতি বিহীন গাছ নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে জেলা প্রশাসন ও বন বিভাগ কে যথাযথা ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। এবং অবশিষ্ট গাছ সমুহ সুরক্ষায় সকল মহলকে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button