স্থানীয় সংবাদ

বাগেরহাটে হাইওয়েতে নসিমন ইটভাঙ্গা মেশিন গাড়ী ও বিআরটিসি বাস দুর্ঘটনা

সড়কে প্রাই গেল একজনের : আহত ৩

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট-খুলনা মহাসড়কের ষাটগম্ভুজ মসজিদ এলাকায় নসিমন, ইটভাঙ্গা মেশিন গাড়ী ও বিআরটিসি বাসের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। এতে আল আমিন (৪৫) নামের একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আর এ ঘটনাটি হয়েছে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে। নিহত আল আমিন বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর কোড়ামারা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। আহতরা হলেন, বাগেরহাট জেলা সদরের পিসি কলেজ রোডের হরিনখানা এলাকার নুরুল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০) সদর উপজেলার ডেমা এলাকার জলিল তরফদারের ছেলে বাবু তরফদার (৪২) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া সিংখালী গ্রামের ইউনুস গাজীর ছেলে জাহিত গাজী (৩৮)। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ষাটগম্ভুজ মসজিদ এলাকা থেকে একটি ইটভাঙ্গা মেশিন গাড়ী ও একটি নসিমনে মিক্্রার মেশিন নিয়ে বাগেরহাট সদরের দিকে আসার পথে খুলনাগামী একটি বিআরটিসি বাস তাদের ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এ অবস্থায় নসিমনে ও ইট ভাঙ্গা মেশিনে থাকা ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়। এদের কে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আল-আমিন কে মৃত ঘোষনা ও বাকী ৩ জন কে চিকিৎসা দেয়া হয়। আর এ সড়ক দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button