ফকিরহাটে হতাশাগ্রস্থ এক নারীর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রাম থেকে হতাশাগ্রস্থ মোমেনা বেগম(৭০) নামে একজন বৃদ্ধ নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁসে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মোমেনা বেগম মাসকাটা গ্রামের মৃত ইশার উদ্দিনের স্ত্রী। নারী স্বজনদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। কারন মোমেনা বেগম পারিবারিকভাবে নানা সমস্যায় হতাশাগ্রস্ত ছিলেন। পুলিশও প্রাথমিকভাবে ধারনা করছে তিনি আত্মহত্যা করেছেন। ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম জানান, মাসকাটা গ্রামের বসত ঘরের আড়ার সাথে একজন নারীর মৃতদেহ ঝুলে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ফাঁসে ঝুলে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।