মে দিবস উপলক্ষে ন্যাপ জেলা ও মহানগরের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ মহান মে দিবস উপলক্ষে ১ মে ’২৪ বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মোহন ম-লের নগরীর আলতাপুল লেনস্থ চেম্বারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাপ খুলনা মহানগর সভাপতি নাসির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক টুটুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ তারক চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ সুভদ্রা বালা ঢালী, মহানগর সাধারণ সম্পাদক এড. মিলন মোহন ম-ল, জেলা সহ-সভাপতি ডাঃ নিরঞ্জন বিশ্বাস, কোষাধ্যক্ষ রাহা গোবিন্দ লাল, প্রচার সম্পাদক রাজু আহমেদ, মহানগর মহিলা বিষয়ক সম্পাদক মেরীনা পারভীন যুঁথি, ন্যাপ নেতা নীহার রঞ্জন বর্মণ, শাওন চন্দ্র বাছাড়, অন্তরা সরকার, মীরা রানী রায়, মেরী রানি সরকার, মোঃ মিজানুর রহমান, ডাঃ শরীফুল আলম, জাবেদ খালিদ পাশা, ইন্দ্রানি সানা, মোঃ সাইফুল গাজী, ফাহমিদা তাবাসুম, কনক রায়, বাবু মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ। সভার সভাপতি নাসির উদ্দিন মাস্টার তাঁর বক্তব্যে বলেন, আমেরিকার হে শহরে ১৮৭৬ সালে ১ মে ৮ ঘন্টা কর্মদিবসের দাবীতে শ্রমিকরা আন্দোলনে সমাবেত হলে তাঁদের উপর নির্মমভাবে গুলিবর্ষণ করা হয় তাতে বহু শ্রমিক শহীদ হন। তার ফলশ্রুতিতে পরবর্তীতে ৮ ঘন্টা কর্মদিবস সারা পৃথিবীতে কার্যকর হয়। চালু হয় আইএলও, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা অধিকারসহ বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়িত হয়। সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিজয় উপলক্ষে আজ আন্তর্জাতিকভাবে মে দিবস পালিত হয়। এ সময়ে সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।