স্থানীয় সংবাদ
সিপিবি’র খুলনা মহানগরীর ২৩তম সম্মেলন ৪ মে

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ২৩তম সম্মেলন আগামী ৪ মে শনিবার বিকেল ৪টায় স্যার পি সি রায় রোড (শহীদ হাদিস পার্কের পশ্চিম পার্শ্বে), খুলনায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড কাজী সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। সম্মানিত অতিথি থাকবেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ। সম্মেলনে সভাপতিত্ব করবেন সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু। সম্মেলন পরিচালনা করবেন সিপিব মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী।