বৃহত্তর খুলনা ডক ইয়ার্ড শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

রূপসায় মহান মে দিবসে
রূপসা প্রতিনিধি ঃ রূপসায় মহান মে দিবস উপলক্ষে বৃহত্তর খুলনা ডক- ইয়ার্ড শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি ও আলোচনা সভা পহেলা মে সকাল ৮টায় সংগঠনটির কাস্টমঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নিহত শ্রমিকদের আত্মত্যাগের কথা অনুসরণ করে এ র্যালিটি ডক- ইয়ার্ড শ্রমিক ইউনিয়নের কার্যালয় কাস্টম ঘাট হতে পূর্ব- রূপসা বাজার পর্যন্ত প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ের এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও নৈহাটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুম সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা ডক- ইয়ার্ড শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর শেখ, কোষাধ্যক্ষ মোঃ মিল্টন শিকদার, দপ্তর সম্পাদক মোঃ শুকুর সরদার, প্রচার সম্পাদক মোঃ হোসেন। উপদেষ্টা মন্ডলীর সদস্য সুমন কবির গাজী, ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান সরদার, সংগঠনের সাধারণ সদস্য গীতা হালদার, বিল্লাল সরদার, দুলাল সরদার, তৈয়েব আলী সরদার, মিন্টু সরদার, রওশনারা বেগম, পপি বেগম, ময়না বেগম, জরিনা বেগম, আফসার সরদার ,রাহেলা বেগম প্রমুখ।