যশোরে জাতীয় শ্রমিক লীগ উদ্যোগে মহান মে দিবস পালিত

যশোর ব্যুরো ঃ যশোর জেলা পরিষদের মিলনায়তন বিডি হলে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার উদ্যোগ উক্ত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাভেদ আলীর সভাপতিত্বে ১লা মে মহান, মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জেলা আওয়ামী সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল সহ নাবিল সমর্থিত জেলা আওয়ামী লীগ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা । শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে স্মরণ করে রাখতে সারা বিশ্বে ‘মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য ধারণ করে দিবসটি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়।