আজকে যারা ইউনিয়নের নির্বাচনকে বাধাগ্রস্থ করছে তারা নির্বাচন চায় না

মে দিবসের সভায় কেইউজে’র বক্তারা
খবর বিজ্ঞপ্তি ঃ মহান মে দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মলি¬ক সুধাংশু, অমিয় কান্তি পাল ও মোঃ আবুল আাশার। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলীপ কুমার বর্মন, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল ও মিলন হোসেন, ইউনিয়নের সদস্য শেখ আব্দুল হালিম, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ মোঃ সেলিম, শানীম আশরাফ শেলী, এসএম ফরিদ রানা, বিমল সাহা, দেবব্রত রায়, এসএম নূর হাসান জনি, আব্দুস সাত্তার মোল্লা, রিতা রানী দাস, শেখ লিয়াকত হোসেন, আল মাহমুদ প্রিন্স, দিলিপ পাল, রনোজিত কুমার রনো, তিতাস চক্রবর্তী, শশংক স্বর্ণকর, মেহেদী মাসুদ খান, হাসানুর রহমান তানজির, একরামুল হোসেন লিপু, সাগর সরকার, মোঃ হেলাল মোল¬া, সোহেল রানা, পলাশ চন্দ্র ঢালী, এজাজ আলী জুয়েল, সুমন দে, আতিয়ার তরফদার, তরুণ চক্রবর্তী বিষ্ণু, জাহাঙ্গীর আলম রায়হান, বেনজির হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, সামছুন্নাহার মেঘলা, মোশারেফ আলী সোহেল, ফকির গোলাম রসুল, মিশারুল ইসলাম মনির, শহিদুল ইসলাম বাচ্চু, মৌমিতা রায়, মোঃ শোভন, আল-আমিন শেখ, মুক্তাজুল ইসলাম সোহাগ, আল আমিন শিকদার, ফেরদৌসুর রহমান, উজ্জল রায়, আল হাসিব আকুনজি, শেখ জুয়েল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেল মোড়ল, রাসেল দেওয়ান, ফেরদৌসুর রহমান পিয়াস প্রমুখ।
সভায় বক্তৃতারা বলেন, ‘খুলনা সাংবাদিক ইউনিয়ন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন। তাই সকলের উচিৎ এ সংগঠনের মর্যাদা রক্ষা করা। বক্তৃতা আরো বলেন, আজকে যারা ইউনিয়নের নির্বাচনকে বাধাগ্রস্থ করছেন তারা নির্বাচন চায় না। সেজন্য অভিযোগ করেছেন। এটা দ্বিমুখী আচরণ। এ ধরণের হীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’