খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ ১৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক ৫ মে মহানগরীর ডুমুরিয়া থানার চুকনগর এবং সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় ও খালিশপুর থানার জোড়াগেট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডাব, তরমুজ, বিদেশি ফল, ডিম, ডায়াগনস্টিক ও ফ্যানের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। চুকনগরের সেবা ডায়াগনস্টিক সেন্টার-কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যাবহার করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই এলাকার ডক্টরস ল্যাব-কে প্রতিশ্রুত সেবা প্রদান না করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বয়রা এলাকার রয়েল বেকারিকে উৎপাদিত পণ্যের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও বিক্রয় মূল্য উল্লেখ না করার অপরাধে ৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং জোড়াগেট এলাকার ভাই ভাই ইত্যাদি চানাচুর ও নাসিম চানাচুর-কে অপরিস্কার পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে যথাক্রমে ৩হাজার ও ৬হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।