রূপসা- বাগেরহাট বাস মালিক সমিতির অভিনন্দন

# সভাপতি পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় #
রূপসা প্রতিনিধি ঃ রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে সমিতির নেতৃবৃন্দরা। গত ৮ মে – ২০২৪ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় অত্র সমিতির সকল সম্মানিত মালিক, কর্মচারী ও শ্রমিকদের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে। এছাড়াও রূপসা মটর শ্রমিক ইউনিয়নের সকল কর্মকর্তা ও শ্রমিকবৃন্দর পক্ষেও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি রূপসা- বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দের প্রত্যাশা সমিতির সভাপতি ও রামপাল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপনের দক্ষতা ও বিচক্ষণ নেতৃত্বে রামপাল উপজেলা সন্ত্রাস মুক্ত , মাদকমুক্ত ও গতিশীল উন্নয়নের মাধ্যমে স্মার্ট উপজেলায় রূপান্তরিত হবে। বিবৃতি দাতারা হলেন- সমিতির কর্মকর্তা আকতার হোসেন খান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, আজমল হোসেন, মোঃ আরিফুর রহমান মোল্লা, মোঃ আঃ হাচান, মোঃ ফরিদ শেখ, মোঃ মিজানুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।