কয়রায় সাংবাদিকদের সাথে এমপি রশীদুজ্জামানের মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বৃহস্পতিবার বিকাল ৩ টায় প্রেসক্লাবের সম্মেলনে কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা -পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোহাঃ হুমায়ুন কবির, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদার, সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, অরবিন্দ কুমার মন্ডল, এস এম নুরুল আমিন নাহিন, আঃ রউফ শেখ কওছার আলম, হাবিবুল্যাহ হা্ববি,সাইদুল ইসলাম, জাহাঙ্গীর কবির টুলু, জিয়াউর রহমান ঝন্টু, এ্যাডঃ আবু বকর ছিদ্দিক, মজিবার রহমান, ফরহাদ হোসেন, গোলাম রব্বানী, ফারুক আজম প্রমুখ।