ফুলতলায় আইন শৃংঙ্খলা কমিটির সভা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল আশার ও সরদার মনিরুল ইসলাম, ফুলতলা এম এম কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, এসআই শফিকুর রহমান, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস প্রমুখ।