খুলনায় রনি হত্যাকা-ের প্রধান আসামী সন্ত্রাসী বস মিজান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ৩০ মে খুলনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে নগরীর আলোচিত রনি হত্যাকা-ের অন্যতম প্রধান আসামী সন্ত্রাসী মো: মিজান হাওলাদার ওরফে বস মিজানকে(৩৬) গ্রেফতার করে। সে নগরীর চানমারী এ্যাপ্রোচ রোড রোকেয়া বেগম এর বাড়ির ভাড়াটিয়া মৃত: আবু বক্কর সিদ্দিকের ছেলে। মিজানকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় তার শ্বশুরবাড়ী হতে করা হয়। গ্রেফতারকৃত বস মিজান আলোচিত রনি হত্যা মামলার এজাহারনামীয় আসামী। গ্রেফতারকৃত বস মিজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রনি হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামী সন্ত্রাসী মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে খুলনা থানাধীন চানমারী এ্যাপ্রোচ রোডস্থ জনৈক রোকেয়া বেগম এর বাড়ি হোল্ডিং নং-৩১ এ অভিযান পরিচালনা করে আসামীর দেখানো এবং উপস্থাপন মতে ভাড়াকৃত বসতঘরের শয়নকক্ষের খাটের তোষকের নিচ হতে একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক বাড়ি মালিক ও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মিজান হাওলাদার ওরফে বস মিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক তদন্ত ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে, নগরীর রনি হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মিজানের বিরুদ্ধে কেএমপিসহ দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১১ টি মামলা রয়েছে।