রূপসা, বটিয়াঘাটা ও দাকোপে ত্রি-মুখী লড়াইয়ের আভাস
উপজেলা পরিষদ নির্বাচন আজ
নিরাপত্তায় বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন
এম এ আজিম /রূপসা প্রতিনিধি ঃ রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা পরিষদের নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচনে তিন উপজেলাগুলোজুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিন উপজেলাতেই ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
এদিকে, নিরাপত্তায় বটিয়াঘাটা ও রূপসা উপজেলায় তিন প্লাটুন করে বিজিবি’র সদস্য এবং দাকোপ উপজেলায় কোস্টগার্ডের ১০টি টিম মোতায়েন করা হয়েছে। রয়েছে পুলিশ, আনসার বাহিনীর সদস্যরাও। সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্ট্রাইকিং ফোর্স এবং র্যাব-পুলিশের ভ্রাম্যমাণ দল মাঠে থাকবে। আচরণবিধি পরিপালন ও আইনভঙ্গে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণে তিন উপজেলায় ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রট এবং ৩ জন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্র জানিয়েছে, রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোট ৬ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. কামাল উদ্দিন বাদশা (টেলিফোন), সরদার ফেরদৌস আহম্মেদ (কাপ-পিরিচ), এস এম হাবিবুর রহমান (দোয়াত কলম), মো. কামরুজ্জামান মোল্লা (আনারস), মো. নোমান ওসমানী রিচি (মোটরসাইকেল) ও আব্দুল অদুদ মোড়ল (ঘোড়া)। প্রার্থীদের মধ্যে কামাল উদ্দিন বাদশা, সরদার ফেরদাউস আহমেদ এবং এস এম হাবিবের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে । পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন-হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের (তালা), মো. হিরন শেখ হিরু (টিউবওয়েল), মো. ইদ্রিস আলী হাওলাদার (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন- সারমিন সুলতানা রুনা (প্রজাপতি) ও ফারহানা আফরোজ মনা (কলস) নিয়ে লড়াই করছেন। রূপসার ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৬৪৫ এবং মহিলা ভোটার ৭৯ হাজার ৭১১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫টি ও ভোটকক্ষ রয়েছে ৪২০টি। বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছে মোট ৬ জন। এরা হলেন, মো. শাওন হাওলাদার (আনারস), মো. মোতাহার হোসেন (ঘোড়া), জি এম মিলন (চিংড়ি মাছ), শেখ রাসেল কবির (মোটরসাইকেল), নিতাই গাইন (দোয়াত-কলম)ও শ্রীমন্ত অধিকারী রাহুল (টেলিফোন)। এখানেও ত্রিমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। শ্রীমান্ত অধিকারী রাহুল, জিএম মিলন এবং মোতাহার হোসেন শিমুর মধ্যে জয় পরাজয়ের হিসাব নিকাশ চলছে। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ জন। বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫৮ জন। পুরুষ ভোটার ৭৯ হাজার ২১২ এবং মহিলা ভোটার ৮০ হাজার ৪৪৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৬৫টি ও ভোটকক্ষের সংখ্যা ৪৪৯। অপরদিকে দাকোপ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন। চেয়ারম্যান পদে সাবেক পৌর মেয়র অধ্যক্ষ ড. অচ্যিন্ত কুমার মন্ডল (দোয়াত কলম), সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আবুল হোসেন (ঘোড়া), মো. সাইফুল ইসলাম (চিংড়ি মাছ) এবং শেখ যুবরাজ (আনারস) প্রতীক নিয়ে লড়াই করছেন। এ উপজেলায় জয়-পরাজয় সামান্য ভোটের ব্যবধানে হবে বলে ভোটারদের ধারণা। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এ উপজেলাতে রয়েছে ১টি পৌরসভাও। এই উপজেলায় ৯টি ইউনিয়নের ভোটার ১ লাখ ৩৪ হাজার ৬৮৩ জন। পুরুষ ভোটার ৬৭ হাজার ৬০৮ এবং মহিলা ভোটার ৬৭ হাজার ৭৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪টি ও ভোটকক্ষ ৩৬১।
খুলনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ জানান, তিন উপজেলায় ভোট গ্রহণে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোট শান্তিপূর্ণ ভাবে প্রয়োগ করবে। এখানে কেউ সহিংসতা করার চেষ্টা করলে যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।