স্থানীয় সংবাদ

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার খানজাহান আলী থানার এএসআই তুহিন মিয়া

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ কেএমপির খানজাহান আলী থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার , থানা এলাকার সবোর্চ যৌথভাবে মাদক উদ্ধার, অস্ত্র মামলার আসামি গ্রেফতার করায় বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক একাধিকবার কেএমপির পুলিশ কমিশনারের নিকট থেকে আর্থিক পুরস্কার সহ সম্মাননা গ্রহন করেছেন খানজাহান আলী থানায় কর্মরত এএসআই মোঃ তুহিন মিয়া। ২০২৩ ও ২০২৪ সালে জিআর ওয়ারেন্ট (পরোয়ানা ) করেন ৩০টি, সি আর পরোয়ানা প্রায় ১শতাধিক, জি আর সাজা পরোয়ানা ১৫টি,সি আর সাজা ২৫ টি, বিভিন্ন মামলায় গ্রেফতার করছেন অর্ধশতাধিক ব্যক্তিকে। এ এস আই তুহিন মিয়া খানজাহান আলী থানা এলাকাতে জাতীয় সংসদ নির্বাচন এর আগে ও পরে একাধিক নাশকতা মামলার আসামি করেছেন। মাদকব্যবসায়ি পেশাদার চোর, ডাকাত, ছিনতাইকারীদের কাছে আতংকের নাম এ এস আই তুহিন মিয়া। থানা এলাকাতে সর্বচ্চো মাদক উদ্ধার ১৫ কেজি ৮ শ গ্রাম যৌথভাবে সঙ্গীয় অফিসারদের সাথে উদ্ধার করেন তিনি। কেএমপির সদর দপ্তর থেকে একাধিক বার ওয়ারেন্ট তামিল সহ ভালো কাজের অর্জন এর জন্য আর্থিক পুরস্কার সহ সম্মাননা পেয়েছেন।এ বিষয়ে এএসআই তুহিন মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, কেএমপি কমিশনার মহোদয়, ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর হোসেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন মহোদয়, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত)-সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নবউদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button