স্থানীয় সংবাদ
খুলনার মৃত শিল্পনগরী নিয়ে নেই সুখবর : উজ্জল

স্টাফ রিপোর্টারঃ ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খুলনা মৃত শিল্পনগরী খালিশপুরের জন্য কোন সুখবর নেই বলে মন্তব্য করেছে খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মিল বন্ধ হওয়ায় হাজার হাজার মানুষ আজ বেকার, করছে তারা মানবেতর জীবন যাপন। তাদের ব্যাপারে এ বাজেটে কোন সুখবর না থাকলেও লুটেরাদের ব্যাপারে আছে সুখবর।