স্থানীয় সংবাদ

উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের কোন বিকল্প নেই

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম (সেবা) বলেছেন ‘‘জাতির পিতাসহ ত্রিশলক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার রুপকল্প ঘোষণা করেছে। রুপকল্প বাস্তবায়নে বঙ্গবন্ধুর কর্মমুখি শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা নীতিমালার মাধ্যমে দেশের বেকার সমস্যা দূর করতে কর্মমুখি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের জনগনকে জনশক্তিতে রুপান্তর করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন উন্নত, সমৃদ্ধ, নিরাপদ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষতা, উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। দক্ষ জনশক্তি উন্নয়নের চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে বেতন ও মর্যাদা দুই’ই বাড়ে। দেশের রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধিতে অভিবাসীদের সুরক্ষা এবং উন্নয়নের বিকল্প নেই। দেশের বেকার সমস্যা দূরীকরণে এবং দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ তৈরীতে কারিগরি শিক্ষা গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাস্তব প্রশিক্ষণনের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে দক্ষ ও প্রশিক্ষিত করে দেশ বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছে। তিনি বলেন উন্নত জীবনের আকাংখায় মানবপাচারকারী দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে নারীরা মানবেতর জীবন যাপন করছে। এ থেকে বেরিয়ে আসতে আমাদের সচেতন হতে হবে এবং প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশ গমন করতে হবে। তিনি বলেন কোন প্রকার হয়রানি বা প্রতারণার স্বীকার হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করলে আমি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে’’। তিনি গতকাল ৯ জুন রবিবার সকাল ১০টায় আড়ংঘাটা থানাধিন তেলিগাতীতে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক প্রবীর দত্ত। সম্মানীত অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনার শিরোমণি বিটাকের অতিরিক্ত পরিচালক এম মোর্শেদ আলম, খুলনা শিক্ষানবিশ প্রশিক্ষণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল অহিদ মোড়ল ও শ্রম অধিদপ্তরের অডিও ভিজুয়াল অফিসার এ.কে.এম মোস্তাফিজুর রহমান। সেমিনারে বক্তৃতা করেন খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, সাধু মঠের ফার্দার প্রেমানন্দ কর্মকার, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য জি এম এনামুল কবির, সাংবাদিক একরামুল হক লিপু, এজিও প্রতিনিধি অশোক কুমার বৈদ্ধ, নারী উদ্যোক্তা নিগার সুলতানা, খ্রীষ্টান সমবায় সমিতির সভাপতি সাইমন তুষার, প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সেটেক্টর আঞ্জুমানারা বেগম, শিক্ষক মোঃ বাবুল হোসেন, প্রশিক্ষক জিনাত রহমান। প্রতিষ্ঠানের প্রধান হিসাব রক্ষক শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টশন উপস্থাপন করেন প্রশিক্ষক মোঃ আশিকুর রহমান। সেমিনারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচাজ মোঃ হাফিজুর রহমান, আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী কামাল হোসেন, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াসসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, আইন শৃংখলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, নারী ও পুরুষ উদ্যোক্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button