প্রথম দু’ঘন্টায় খুলনার ডুুমুরিয়া উপজেলায় ৭.৪২% ভোট কাস্টিং
ভোটার উপস্থিতি ছিল কম, শাহপুরে নির্বাচনী ক্যাম্প ভাংচুর
খলিলুর রহমান সুমনঃ ঘড়ির কাটায় তখন সকাল ৮টা ৩০ মিনিট। ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চেঁচুড়ী গ্রাম। দহাকুলা সরকারি প্রাইমারী স্কুলের সামনে হাজির হলে তখন স্কুল ভোট কেন্দ্রের মাঠ ফাঁকা। প্রায় ভোটার শূন্য ভোট কেন্দ্রে দু/একজন আসছেন। প্রার্থীদের লোকজনের আনাগোনা তেমন দেখা মেলেনি। দাঁড়িওয়ালা এক ভদ্র লোক এসে পরিচয় জানায়। তার নাম জাকির হোসেন। তিনি ব্যবসা করেন। তিনি বলেন, ভোটাররা কম আসছে। যা আসছে তাতো দেখতেই পারছেন। এমন সময় ছুটে আসে দু’জন ব্যক্তি। যাদের জামায় লাগানো ছিল ঘোড়া প্রতিকের লিফলেট। এ দু’জন জাকিরকে অনুসরণ করছে বলে তার অভিযোগ। তিনি বলেন, আমিই এই কেন্দ্রের প্রথম ভোটার। সকাল ৮টা ১ মিনিটে কেন্দ্রে উপস্থিত হয়ে প্রথম ভোট দিয়েছি। শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ চলছে বলে তিনি জানান। ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে কথা বলার কারণে উৎসুক পুলিশ কর্মকর্তা আঃ হালিম ছুটে আসেন। কারণ জিজ্ঞাসা করতেই পরিচয় দেয়া হয়। তিনি বলেন, এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশ-আনসার মিলে ২০ জন রয়েছেন। প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার চন্দ বলেন, তার কেন্দ্রে ২৬৭৪ জন ভোটারের মধ্যে ১৩২৯ জন পুরুষ ও ১৩২৯ জন মহিলা ভোটার। সকাল ১০টা পর্যন্ত ১৫০ ভোট কাস্ট হয়। যার কাস্টিং হার ৫.৬০%। বেলা ১২টা নাগাদ ৪৭৫ ভোট কাস্ট হয়। যার কাস্টিং হার ১৭.৭৬%। তিনি বলেন, ভোট কেন্দ্রের রুমগুলো ছোট ছোট। সঠিকভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে সমস্যায় পড়তে হচ্ছে। ভোটার শ্যামল বিশ্বাস ও মেহেদী হাসান সরদার জানান, ভোটাররা খেতে খামারে গেছে। কাজ শেষে ভোট দিতে আসবে। তাই ভোট কেন্দ্র ফাঁকা। এই ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম। ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টরা অলস সময় কাটাতে দেখা যায়। সে হিসেবে মতে, এই ইউনিয়নের আশাপাশ দিয়ে আটটি ভোট কেন্দ্রের চিত্র তুলে ধরা হলো। এই আটটি ভোট কেন্দ্রে মোট ভোটার ১৭৭৪৫ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১৩১৭। সে হিসেবে ভোট প্রদানের হার ৭.৪২%। পরবর্তী চেচুড়ী কাছারিবাড়ি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। প্রিজাইডিং অফিসার আঃ হাফিজ মাহমুদ বলেন, এ কেন্দ্রে ২৮৫৪ ভোটারের মধ্যে ১৪৪৮ জন পুরুষ ও ১৪০৬ জন মহিলা ভোটার। সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয় ১৭৫টি। যার কাস্টিং হার ৬.১৩%। বেলা ১২টায় কাস্ট হয় ৪০৩ ভোট। যার কাস্টিং হার ১৪.১২%। এক বুথ থেকে আরেক বুথে চলাচল করার দায়ে হাবিবুর রহমান নামের একজন এজেন্টকে প্রত্যাহার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। ওই ব্যক্তি ভাইসচেয়ারম্যান প্রার্থী গোবিন্দ ঘোষের এজেন্ট ছিলেন। কাটেংগা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অমিত কুমার বিশ্বাস বলেন, ২২৩০ ভোটের মধ্যে সকাল ১০টায় কাস্ট হয় ২৪৪ ভোট। যার কাস্টিং হার ১২.৯১%। বেলা ১২টায় কাস্ট হয় ৫৯১ ভোট। যার কাস্টিং হার ২৬.৫০%। টোলনা মাঝেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অম্বলিশ রায় বলেন, তার ভোট কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ চলছে। ২২৯০ জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ১৫১জন ভোট দেন। যার গ্রহণের হার ৬.৫৯%। বেলা ১২টা পর্যন্ত ৩২৫ ভোট কাস্ট হয়। যার কাস্টিং হার ১৪.১৯%। টোলনা দক্ষিণপাড়া প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোসলেম উদ্দীন সরদার বলেন, তার কেন্দ্রে ২৪৬৭ জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ১৪০ জন ভোট দেন। যার কাস্টিং হার ৫.৭২%। বেলা ১২টা পর্যন্ত ৪৭১জন ভোট দেয়। যার কাস্টিং হার ১৯.০০%। বরুনা বাজার পাকুড়িয়া ছয়বাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে (পুরুষ) প্রিজাইডিং অফিসার সরদার আঃ সবুর বলেন, তার কেন্দ্রের ২৬৪৩জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ১৯৪ জন ভোট প্রদান করেন। বেলা ১২টা পর্যন্ত ৪৫১ জন ভোট দেয়। যার কাস্টিং হার ১৭.০০%। দুপুর ২টা ৬২৯ জন ভোট দেয়। যার কাস্টিং হার ২৩.৭৯%। তার কেন্দ্র দুপুর পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ওই স্কুল কেন্দ্রে (মহিলা) প্রিজাইডিং অফিসার গোবিন্দ কুমার মন্ডল বলেন, তার কেন্দ্রে ২৫৮৫ জন ভোটারের মধ্যে সকাল ১০টায় ১৩৮ জন ভোট দেয়। যার কাস্টিং হার ৫.৩৩%। বেলা ১২টায় ৫৩৩ জন ভোট দেয়। যার কাস্টিং হার ২০.০৬ %। দুপুর ২টায় ৭৯৫ জন ভোট দেয়। যার কাস্টিং হার ৩০.৭৫%। এমনই সময় বরুনা বাজার পাকুড়িয়া ছয়বাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হাজির হন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুনিমুর রহমান নয়ন। তার প্রতীক আনারস। তিনি বলেন, ভোট কেন্দ্রের অবস্থা ভাল। তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তার ভোটাদেরকে গ্রামের ভিতরের ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিচ্ছে। ধামালিয়া সরকারি প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে দুপুরের তপ্ত রোদে গাছের ছায়ায় বসে ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টরা ঝিমাচ্ছে। জিজ্ঞাসা করতেই সবাই বলেন, ভোটার নেই কি করবো। তাই একটু হালকা বিশ্রাম নেয়ার চেষ্টা করছি। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভরত চন্দ্র সরদার বলেন, তার কেন্দ্রে ২৪০৪ ভোটারের মধ্যে সকাল ১০টা নাগাদ ১২৫ জন ভোট দেন। যার কাস্টিং হার ৫.২০%। বেলা ১২টায় ৪৩৩ জন ভোট দেয়। যার কাস্টিং হার ১৮.০১%। দুপুর ২টায় ভোট দেয় ৬২৭ জন। যার কাস্টিং হার ২৬.০৮%। এদিকে সরেজমিন ঘুরে দেখা যায়, অধিকাংশ ভোট কেন্দ্রে তিনজন চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট পাওয়া গেলেও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের এজেন্ট বেশীর ভাগই ছিল অনুপস্থিত। প্রায় প্রার্থীর পোস্টার ছিল রঙিন। পরিবহনে (ভ্যানে) ভোটারদের বহন করা ছিল স্বাভাবিক ব্যাপার। কোন কোন কেন্দ্রের ভিতরে ভ্যান যোগে ভোটারদের যেতে দেখা যায়। এ সময় আইন শৃংখলা কাজে নিয়োজিতদের নিবরব দর্শকের মত বসে থাকতে দেখা যায়। তিনিজন উপজেলা চেয়ারম্যান প্রাথর্ িপ্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে এজাজ আহমেদ ঘোড়া প্রতিক, মুনিমুর রহমান নয়নের আনারস প্রতিক ও আজগর বিশ্বাস তারার প্রতিক মটর সাইকেল। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থাগিত হওয়া খুলনার উপকূলীয় তিনটি উপজেলায় রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে শাহপুর বাজারের অদূরের তালতলা নামক স্থানে বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। এ সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তারা বিশ্বাসের প্রতিনিধি জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে, ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী তিন জন। তারা হলেন, আওয়ামী লীগের জেলা শাখার সদস্য বর্তমান চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। আওয়ামী লীগের জেলা শাখার আরেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা এবং বিএনপি নেতা মোল্লা আবুল কাশেমের ছেলে অ্যাড. মুনিমুর রহমান নয়ন। এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিন জন। ভোট কেন্দ্র ১০৮টি। ভোটার সংখ্যা দু’ লাখ ৭৩ হাজার ১১৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৬ হাজার ৫০৭ জন এবং নারী ভোটার এক লাখ ৩৬ হাজার ৬০৭ জন।