স্থানীয় সংবাদ

কয়রায় রেজা ডুমুরিয়ায় এজাজ পাইকগাছায় আনন্দ মোহন চেয়ারম্যান নির্বাচিত

কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা প্রতিনিধি ঃ রবিবার (০৯ জুন) এই তিনটি উপজেলায় নির্বাচনে শেষে ভোট গণনায় এ ফলাফল পাওয়া গেছে। রাতে অসমর্থিত সূত্র এ তথ্য জানিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় তিনটি উপজেলায় ভোট গ্রহণ রোববার (০৯ জুন) অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা। উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৭ কেন্দ্রে তিনি মোটরসাইকেল প্রতিকে ৩৫৯২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ২৭৩১৬ ভোট। বেসরকারি তথ্যমতে জিএম মোহসিন রেজা ৮৬১১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। অপর এক প্রার্থী অনাদী সানা ঘোড়া প্রতিকে ৩৫৫৪ ভোট পেয়েছেন।
ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ঘোড়া প্রতীকে এজাজ আহমেদ পেয়েছেন ৭০৫১৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনিমুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ৩৯৪১৫ ভোট। আজগর বিশ্বাস তারা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬২৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রভাষক গোবিন্দ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। পাইকগাছায় চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ প্রার্থী ছিলেন। এরমধ্যে চেয়ারম্যান পদে শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট স ম শিবলী নোমানী রানা ও আছাদুল বিশ্বাস প্রার্থী হন। এখানে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনন্দ মোহন চেয়ারম্যান পদে এগিয়ে থাকলেও সংঘর্ষ ও উত্তেজনার কারণে ফলাফল বিলম্বিত হচ্ছে।
পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ( চিংড়ি মাছ) পেয়েছেন ৩৩ হজার ৫৯৮ ভোট। প্রতিদ্বন্দ্বী শেখ কামরুল হাসান টিপু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে স.ম আব্দুল ওহাব পালকী প্রতীকে ১৮১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুকুমার চন্দ্র ঢালী উড়োজাহাজ প্রতীকে ১৪৮২০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা মন্ডল ফুটবল প্রতীকে পেয়েছেন। ৩৬২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২১২৭৮ ভোট পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button