স্থানীয় সংবাদ

খুলনার বেসরকারি জুট মিল শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন ও চূড়ান্ত পাওনা নিয়ে সংশয়

# শিল্প অধ্যুষিত এলাকাগুলোয় শ্রম অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা #

সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি: আসছে পবিত্র ঈদুল আযহা। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ নিয়ে খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্প অধ্যুষিত এলাকাগুলোয় শ্রম অসন্তোষ ছড়িয়ে পড়ে প্রতি বছরই। আসন্ন ঈদুল আযহার আগেও এর পুনরাবৃত্তির শংকা রয়েছে। সব জুট মিলে ঠিক সময়ে বকেয়া, বেতন ও বোনাস হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। বিগত কয়েক বছরে খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার ৬ টি বেসরকারি জুট মিল পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এ নিয়ে শিল্প এলাকাগুলোয় কিছু মাত্রায় শ্রমিক অসন্তোষ দেখা যায়। বর্তমানে শ্রম অসন্তোষ না থাকলেও ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বেতন-ভাতা পরিশোধ নিয়ে অসন্তোষের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন শিল্প গোয়েন্দারা। বেতন-বোনাসের দাবিতে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছে, তবে বড় কোন শ্রমিক অসন্তোষ দেখা দেবে না বলে মনে করছেন তারা। জানা যায়, আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকায় মোট ৮টি বেসরকারি জুট মিল রয়েছে এর মধ্যে ৬টি মিল বন্দ। আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকায় যেসব জুট মিল ঈদের আগে বকেয়া বেতন-বোনাসও চূড়ান্ত পাওনা পরিশোধে ব্যর্থ হতে পারে বলে সে তালিকায় রয়েছে মহসেন, সোনালী, এ্যাজাক্স, ট্রান্সওয়েশন ফাইবার্স। তবে শিরোমনি জুট স্পিনার্স মিলের কিছু শ্রমিককে বোনাস প্রদান করা হবে বলে মালিকপক্ষ থেকে জানা গেছে । জানা জায়, মিরেরডাঙ্গার এ্যাজাক্স জুট মিলটি ২০১৪ সালের ২২ মে বন্ধ হয়ে যায়। মিল বন্ধ হলেও মিল মালিকের কাছে শ্রমিকদের প্রায় ১৬ কোটি টাকা পাওনা রয়েছে ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিককের বকেয়া বেতনতো দূরে থাক সেমাই চিনি কেনার মতো টাকাও দিচ্ছে না মালিকপক্ষ। শিরোমনি শিল্পাঞ্চলের মহসেন জুট মিলটি দীর্ঘ ১৩ মাস লে-অফ থাকার পর ২০১৪ সালের ১৭ জুলাই মিলটি বন্ধ ও মিলের ৬৬৭ জন শ্রমিক-কর্মচারী ছাঁটাই করে মিল কর্তৃপক্ষ। শ্রমিক কর্মচারীদের প্রায় ১১ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। নানা অজুহাতে মিলের মালিক-শ্রমিকের পাওনা পরিশোধ করছে না। ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিল মিলটি বন্ধ হয়। ২০২১ সালের নভেম্বর মাসে হাতেগোনা কয়েকজন শ্রমিককে টাকা দেওয়া হয়, পরবর্তিতে কয়েকদফায় শ্রমিকদের টাকা দেওয়া হলেও আফিল জুট মিলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিজামউদ্দীন এর দাবি শ্রম আইন মোতাবেক শ্রমিকদের সমুদয় টাকা পরিশোধ করা হয়নি , এখনও অনেক শ্রমিক মালিক এর নিকট টাকা পাবে বলে তিনি জানান। শিরোমনি বিসিক শিল্প এলাকার জুট স্পিনার্স মিলটি ২০১৬ সালে বন্ধ হয়। মিলটিতে স্থায়ী ও অস্থায়ী মিলে ১২শ’ শ্রমিক কাজ করতো। মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিলের শ্রমিক কর্মচারীদের মালিকপক্ষের নিকট প্রায় ৫৫ কোটি টাকা পাওনা রয়েছে। বেসরকারী পাট , সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক শ্রমিক নেতা গোলাম রসুল খান বলেন আজ কালের মধ্যে খুলনা শ্রম অধিদপ্তরে সম্মেলন কক্ষে শ্রমিকদের বেতন ,বোনাস , বকেয়া পাওনা পরিশোধ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে, সেখান থেকে যদি কোন সমাধান না হয় তাহলে কঠোর কর্মসুচি ঘোষনা করে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায় করা হবে বলে তিনি জানান ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button