নগরীতে ওজোপাডিকোতে কর্মরত পিচরেট শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তিঃ ওজোপাডিকোতে অস্থায়ীভাবে কর্মরত পিচরেট শ্রমিকদের চাকুরীর বিধিমালায় এনে স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে পিচরেট শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী বাস্তবায়ন করা হবে। এ সময় বক্তব্য রাখেন নগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৈয়েবুর রহমান রাসেল, কার্যকরী সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সহ-সভাপতি মোঃ হাসান বিশ্বাস, মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফরিদ আহম্মেদ, কোষাধ্যাক্ষ মোঃ অজিয়ার রহমান, জাকির হোসেন ইউনুস আলী, বোরহান উদ্দিন, রবিউল ইসলাম, আল আমিন, অলিয়ার রহমানসহ আরও অনেকে।