দৌলতপুরে শিল্পী ও সাংবাদিক স্মরণে সভা
স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুর বিজেএ ভবনের সভাকক্ষে রবিবার রাতে বাংলাদেশ বেতার খুলনার প্রবীন সংগীত প্রযোজক ও শিল্পী শেখ আব্দুস সালাম, সংগীত শিল্পী রবীন্দ্রনাথ মল্লিক এবং খুলনার আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিক মিজানুর রহমানের স্বাধীনের সদ্য প্রয়াণে তাদের শুভাকাংক্ষিদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার খুলনার প্রাক্তন সংগীত প্রযোজক অশোক কুমার দে’র সভাপতিত্বে, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক নেতা শাহিন জামাল পন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনার মো. মামুন আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাট্য ব্যাক্তিত্ব শেখ সিরাজুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, শিল্পী কামরুল ইসলাম বাবলু, নাট্য ব্যক্তিত্ব স্বপন গুহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শ্যামল কুমার সিংহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. মিনা মিজানুর রহমান, আর্টিষ্ট ক্লাবের সভাপতি জাকির হোসেন জাকির, বেনানাসিস সভাপতি শেখ আবিদ উল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, কবি হুসাইন বিল্লাহ, শিল্পী মুসান্না জাহের ডাবলু, শেখ মোস্তাক আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাংগঠনিক সম্পাদক এস এম ওয়াজেদ আলী মজনু, রবীন্দ্র-নজরুল গবেষণা পরিষদের সাঃ সম্পাদক অধ্যাঃ অঞ্জন কুমার দাস, জোট নেতা অধ্যাঃ মাধব কৃষœ মন্ডল, সংগীত প্রযোজক শহিদুল ইসলাম রাজু, সাংবাদিক দেবব্রত রায়, শেখ এজাজ আহম্মেদ, জিয়া চৌধুরী, মিজানুর রহমান মিলটন, শেখ জিহাদসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্মরণ সভার শুরুতে মৃত ব্যক্তিদের স্মরণে উপস্থিত সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সাংবাদিক মিজানুর রহমান স্বাধীনের স্মরণে সভায় লিখিত স্মরণীকা পাঠ করেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. আশিকুর রহমান। নাট্য ব্যক্তিত্ব নাসির জবেদ মৃতদের স্মৃতিচারণ করে কবিতা আবৃতি করেন।