স্থানীয় সংবাদ

যশোর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে ঢুকে নিহত ২

যশোর ব্যুরো ঃ যশোর মনিরামপুর উপজেলার বেলতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটো রাইসমিলে ঢুকে গেলে। এতে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) ও ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)। পুলিশ জানিয়েছে, গাজীপুরের ট্রাক চালক নূরুল ইসলাম (৪২) গাজীপুর থেকে সরকারি প্রজেক্টের পানির ট্রাংক নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি (ঢাকা মেট্রো- ড- ১২-০৪৪০) যশোরের মণিরামপুর উপজেলার বাঁধাঘাটা নামকস্থানে এসে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপারী রাইস মিলের গেটের সাইডে ঢুকে যায়। এসময় দোকানে চা পানরত অবস্থায় আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয় লোকজন চালকসহ দু’জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button