স্থানীয় সংবাদ

আফিলগেট বাইপাসের বালুর মাঠে সপ্তাহব্যাপি কোরবানীর পশুর হাটের উদ্বোধন আজ

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আফিলগেট বাইপাসের বিকেএসপির উত্তর পার্শে¦ রাজ্য-জয় হোটেল সংলগ্নে বালুর মাঠে প্রথম বারের মতো সপ্তাহব্যাপি কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন আজ। ১১ জুন মঙ্গলবার আছরবাদ কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। হাট ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা জানিয়েছেন, প্রথম বারের মতো অনুমোদন পাওয়া এই কোরবানীর পশুর হাট ক্রেয়-বিক্রতাদের সর্বোচ্চ সেবা প্রদান করে এই হাট পরিচালিত হবে। বিশাল এই কোরবানীর পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তাসহ বিশেষ সুযোগ সুবিধার কথা মাথায় রেখে এ হাট পরিচালনা করা হবে। আফিলগেট বাইপাস সড়কের পাশেই সম্পুর্ন পানি-কাদামুক্ত সুন্দর পরিবেশে ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তায় সিসি ক্যামেরা এবং আধুনিক হাসিল ব্যবস্থা ছাড়াও থাকছে দূর দুরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও পশুর হাটে নিয়ে আসা গরু-ছাগলসহ কোরবানীর পশুর নিরাপত্তায় একদল স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। হাটে থাকছে গরু ছাগলের পর্যাপ্ত নিরাপক্তা বেষ্টুনী, সিসি ক্যামেরা দ্বারা সর্বস্থরের মানুষের নিরাপত্তা বেষ্টুনী, জাল টাকার নোট সনাক্তকরণ মেশিন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, আগত ক্রেতা-বিক্রেতা ও পশুর সার্বক্ষনিক চিকিৎসক ব্যবস্থা, আধুনিক পাবলিক ্টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা, পুলিশ এবং র‌্যাবের সমন্বয়ে চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আযহার দিন পর্যন্ত এ কোরবানীর পশুর হাট চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button