বাজেটকে স্বাগত জানিয়ে দৌলতপুরে যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ সরকারের ২০২৩ অর্থবছরে জনকল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে দৌলতপুর থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর শহীদ মিনার চত্বরে আনন্দ মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাজী ইব্রাহীম মার্শাল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন নগর আওয়ামী যুবলীগের সভাপতি ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশ। সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা বাচ্চু মোড়ল। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,নগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম বন্দ,নগর আওয়ামী লীগের সদস্য সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, মনিরুজ্জামান খান খোকন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারফ হোসেন, শেখ মফিজুর রহমান হিরু, হারুন অর রশিদ, আবু জাফর হাওলাদার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এম রুহুল আমিন ।এ সময় আরো বক্তৃতা করেন দৌলতপুর থানা যুবলীগের ইসরাফিল জনি, যুবলীগ নেতা ও সাবেক বিএল কলেজ ছাত্রনেতা মেহেদী হাসান রাসেল, সুমন দাস, যুবলীগ নেতা মোঃ রিপন হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান কামাল, নজরুল ইসলাম, রাজা মিনা, মহিউদ্দিন রাজু, সিরাজুল ইসলাম অপু, লোটাস রেজা, ইবাদ মোড়ল,বাবলু নন্দী, শেখ রুবেল,ছাত্রলীগ নেতা ইব্রাহিম বন্দ,রাকিবুল হক, জাফরিন আহমেদ, শান্ত ইসলাম, সাকিব আল হাসান সহ যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বাজেট এদেশের সাধারণ মানুষের জনকল্যাণে। এই বাজেট এদেশের কৃষকের। এ বাজেট এদেশের দিনমজুরের। এশিয়ার শ্রেষ্ঠ বাজে দিয়েছেন বর্তমান সরকার।