স্থানীয় সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গীপাড়ায় শ্রদ্ধা নিবেদনের জন্য খুলনা সরকারি আইন কর্মকর্তা, বঙ্গবন্ধুর আদর্শের আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মাজার জিয়ারত করেন খুলনা জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সভাপতি ও সরকারী কৌশুলী (জিপি) এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সমিতির সাধারণ সম্পাদক এড: এস এম তারিক মাহমুদ তারা। এছাড়া উপস্থিত ছিলেন এ্যাড: এনামুল হক, এ্যাড:কে,এম ইকবাল হোসেন, এ্যাড:নিমাই চন্দ্র, এ্যাড:এম এম সাজ্জাদ আলী, এ্যাড: শিকদার হাবিবুর রহমান, এ্যাড:শেখ মোহাম্মদ আলী, এ্যাড:কাজী আব্দুল আহাদ, এ্যাড:শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড:মোল্ল্যা আবেদ হোসেন, এ্যাড:আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড রেহেনা চৌধুরী, এ্যাড: ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড:রওগন আরা, এ্যাড: উল্লাস কর বৈরাগী, এ্যাড:আক্তারুন্নেছা তিতাস, এ্যাড: মো: খোরশেদ আলম, এ্যাড: রথীন্দ্রনাথ সরদার, এ্যাড: সমীর কান্তি ভট্টাচার্য, এ্যাড:স্বপন মল্লিক, এ্যাড: সেলিনা আকতার, এ্যাড: সাহারা ইরানী পিয়া, এ্যাড: আফরোজা রোজী, এ্যাড: শিরিন সুলতানা, এ্যাড: ফারহানা রহমান, এ্যাড: লিপি চৌধুরী, এ্যাড: ফেরদৌসী ফারজানা সুমী, এ্যাড: দীপ্তি রানী কুন্ডু, এ্যাড: রোজলীন সরকার, এ্যাড: পলাশী মজুমদার, এ্যাড: আয়শা সিদ্দিকা, এ্যাড: নওসিন রহমান বর্ষা, এ্যাড: খাদিজা আক্তার, এ্যাড: শেখর চন্দ্র ঢালী, এ্যাড: অশোক কুমার গোলদার, এ্যাড: সমর চন্দ্র মন্ডল, এ্যাড: সজীব বৈরাগী, এ্যাড: এস,এম কামাল হাসান, এ্যাড: ইভা সুলতানা, এ্যাড: এফ,এম রশিদুজ্জামান, এ্যাড: সাফায়েত হোসেন চৌধুরী, এ্যাড: এস,এম জামিরুল হক মিন্টু, এ্যাড: মো: মোশারফ হোসেন, এ্যাড: কুষ্ণ কুমার দত্ত, এ্যাড: আমেনা নাজনিন ডলি, এ্যাড: নুরুন্নাহার পলি, এ্যাড: মোসা: সাম্মী আকতার, এ্যাড: আয়শা খাতুন লাকী, এ্যাড: মাহমুদা ফারজানা, এ্যাড: কামরুন নাহার সুমনা, এ্যাড: হেমন্ত কুমার সরকার, এ্যাড: অসিত বরন তরফদার, এ্যাড: কার্তিক চন্দ্র মন্ডল, এ্যাড: ঈশ্বর চন্দ্র সানা, এ্যাড: ইন্দ্রজিত শিল, এ্যাড: আশীষ কুমার রায়, এ্যাড: প্রবীর সানা, এ্যাড: উজ্জল কুমার রায়, এ্যাড: শিউলী আক্তার লিপি, এ্যাড: দূর্গাপদ বাউলিয়া, এ্যাড: কে,এম শফিকুল ইসলাম, এ্যাড: শাশ্বত দত্ত, এ্যাড: হিমাশু চক্রবর্তী, এ্যাড: দীনবন্ধু ঢালী, এ্যাড: শামিম মোশারফ, এ্যাড: স্বপন কুমার বিশ্বাস, এ্যাড: নাসরিন নাহার, এ্যাড: বিপ্লব কুমার ঘোষ, এ্যাড: তাপস কুমার ভট্টাচার্য, এ্যাড: নব কুমার চক্রবর্তী, এ্যাড: আনন্দ কুমার ঘোষ, এ্যাড: সুনীতি রানী রায়, এ্যাড: আরিফ মাহামুদ লিটন, এ্যাড: কবীর আশরাফুল আলম রাজু, এ্যাড:এম এম পারভেজ ইসলাম শাহানুর, এ্যাড: নাহিদুল ইসলাম রাজু, এ্যাড: নারায়ন চন্দ্র হালদার, এ্যাড: মেহেদী হাসান, মো: জিয়াদুল ইসলাম, এ্যাড: আসিফ নাঈম, এ্যাড মো: কুদ্দুস মিয়া, এ্যাড: পামোলী কাদের, প্রমুখ সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এড: কে,এম মিজানুর রহমান, এড: শিরিন আক্তার পপি, এড: তমাল কান্তি ঘোষ, এড: কাজী সাইফুল ইমরান, এড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এড: ওমর ফারুক রনি, এড: সরদার আশরাফুর রহমান দিপু, এড: এস,এম আব্দুস সাত্তার, এড: প্রজেশ রায়, এড: মো: মনিনুর ইসলাম মনির,্ এড: সাবিরা সুলতানা হ্যাপি, এড: খাদিজা আক্তার টুলুসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button