জোড়াগেট কুরবাণীর পশুরহাটে এসেছে বড় ছাগল রাণু
দাম হাকা হচ্ছে ৬০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর জোড়াগেট কুরবাণীর পশুরহাটে গরু এবং ছাগল আসতে শুরু করেছে। ওই হাটে আনা সবচেয়ে বড় খাসি ছাগলের নাম রাখা হয়েছে রাণু। দাম হাকা হচ্ছে ৬০ হাজার টাকা। মাংস হবে ৫৫ কেজি। এমনই কথাগুলো বললেন ছাগলের মালিকত চিতলমারীর বাসিন্দা আজিজুল ব্যাপারী। এ ছাগলের দাম উঠেছে ৩৫ হাজার টাকা। তিনি ৫০ হাজার টাকা হলে ছেড়ে দিবেন। এ হাটে গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত ছাগল এসেছে ২০টির মত বলে তিনি জানান। তবে একটিও বিক্রি হয়নি। সন্ধ্যায় সিটি কপোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক হাট পরিদর্শনে আসেন। এ সময় একটু গরু ৬০ হাজার টাকা বিক্রির মধ্যে দিয়ে গরু বিক্রি সুচনা হয় বলে সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান জানান। তবে হাটে বড় ছোট অনেক গরু এসেছে। কাল নাগাদ হাট পুরোদমে জমে উঠবে বলে আশাবাদী বাজার সুপার আঃ মাজেদ মোল্লা। এষ্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ব্যাপারীতে গরু রাখতে কোন ধরনেল যাতে অসুবিধা না হয় সে জন্য সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতোমধ্যে একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকীগুলো আজ বৃহস্পতিবার করা হবে বলে তিনি জানান।