স্থানীয় সংবাদ

মাদক সেবন ও মাদক বিক্রি বন্ধে কাজ করছি

# এক বছর পূর্তি অনুষ্ঠানে কাউন্সিলর টিপু #

স্টাফ রিপোর্টার ঃ মাদক সেবন ও মাদক বিক্রি বন্ধে কাজ করছি। মাদক ব্যবসায়ীদের সাথে কোনো আপোষ নয়। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। দেয়ানা এলাাকায় মাদক ব্যবসায়ীদের কোনো ভাবে প্রশ্রয় দেওয়া হবে না- নগরীর দৌলতপুরস্থ দেয়ানা ৪নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বুধবার বিকালে এক বছর পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেছেন কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবার দায়িত্ব নিয়ে, কাউন্সিলর পদে নির্বাচন করেছিলাম। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে সেবার করার সুযোগ দিয়ে বিজয়ী করেছেন। আমি সারাজীবন আপনাদের সেবা করে যেতে চাই। আমি কউন্সিলর হয়েছি আপনাদের সেবা করার জন্য, সম্মান বা অর্থের মালিক হওয়ার জন্য নয়। গত বছর ১২ জুন আমি কাউন্সিলর হিসেবে দ্বায়িত্বভার গ্রহন করে আপনাদের সহযোগিতায় সফলতার সাথে এই পর্যন্ত এসেছি। এখন ওয়ার্ডের প্রতিটি সড়ক এখন দিনের আলোর মতো আলোকিত, নিয়মিত ড্রেন-নর্দমা পরিষ্কার করা হচ্ছে, মশা নিধনে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন পাড়া-মহাল্লায় নৈশ প্রহরীর ব্যবস্থা করেছি। ওয়ার্ডবাসীর দীর্ঘ দিনের জমি-জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করেছি। যুব সমাজকে মাদক হতে দূরে রাখতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ মেলা করা হয়েছে, যা আগে কখনো করা হয়নি। বিগত বছরে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন ও সকল কাজে সহযোগিতা করেছেন এই ভাবে বাকি বছর গুলো পাশে থাকে সকল কাজে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা রাখি। সকলকে সাথে নিয়ে কেসিসির ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, লিয়াকত হোসেন লাভলু, আজিজুল ইসলাম, আনসার শেখ, আবু তালেব মোল্লা, জাফর শেখ, শেখ আনোয়ার কামাল, তৌহিদুর রহমান লিটু, পান্নু শেখ, সাফারাত হোসেন, ইসমাইল, সুজন, মিরাজুল ইসলাম, ইব্রাহিম বন্দ, রাশু মুন্সি, গোলাম রহমান মিন্টু, শাহিন জোয়াদ্দার, ইব্রাহিম মোল্লা, তুহিন মোল্লা, রানা গাজী, ওয়াদুল্লাহ সবুজ, জাহিদ মোল্লা, মুন্না গাজী, স¤্রাট, শরিফুল, উথান, আজাদ, পরাগ, রবিউল মোড়লসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মী সমার্থবৃন্দ। এসময় ওয়ার্ডবাসী কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button