দৌলতপুর হটিকালচার সেন্টারের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় দৌলতপুর হটিকালচার সেন্টারের উদ্যোগে বুধবার দুপুরে প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কক্ষে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন যে সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপপরিচালক সম্প্রসারণ অধিদপ্তর খুলনা কৃষিবিদ এস এম মিজান মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক মোঃ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন দৌলতপুর খুলনা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সঞ্জয় কুমার দাস। সঞ্চলনায় ছিলেন উদ্যান তত্ত্ববিদকৃষিবিদ সুজিত মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্যান কর্মকর্তা আক্তারুজ্জমান ও আল আমিনসহ প্রশিক্ষনে আগত সকল কৃষক- কৃষাণীগন।