স্থানীয় সংবাদ

ফুলতলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফুলতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল বিকাল ৩ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্টিত হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান। ফুলতলা উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন,ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা শপথ নিয়েছেন। এছাড়া খুলনা বিভাগের যশোর এর শার্শা , ঝিকরগাছা , চৌগাছা , সাতক্ষিরার তালা , আশাশুনি, দেবহাটা। মেহেরপুরের গাংণী, মাগুরার মোহাম্মাদপুর, শালিখা এবং নড়াইল সদর উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন । উল্লেখ্য গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফুলতলা উপজেলা পরিষদের নির্বাচনে ভোটারদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জনই আটরা গিলাতলা ইউনিয়নের বাসিন্দা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button