স্থানীয় সংবাদ

খুলনার হাশেম ও ভূইয়া ফুডসকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমাণের খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাতকরণ

স্টাফ রিপোর্টার : খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমাণের খাদ্য সামগ্রী তৈরি করে বাজারজাত করার অভিযোগে হাশেম ফুড প্রোডাক্টস ও ভূইয়া ফুডস প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর খালিশপুর শিল্পাঞ্চল এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার সাবজোন-১ (খুলনা, সাতক্ষীরা, নড়াইল) অঞ্চলের আওতাধীন বিভিন্ন শিল্প কারখানায় নি¤œমাণের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই, শিশু খাদ্য) তৈরি করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বৃহস্পতিবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর সহযোগিতায় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ^র মন্ডলের নেতৃত্বে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের হাশেম ফুড প্রোডাক্টস ও ভূইয়া ফুডস প্রোডাক্টসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই) তৈরি করে বাজারজাত করার অভিযোগে হাশেম ফুড প্রোডাক্টসের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদ- এবং ভূইয়া ফুডস প্রোডাক্টসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠান দুটির মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
এ ব্যাপারে খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button