খুলনায় তামাক বিরোধী বিভাগীয় সেমিনার
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
স্টাফ রিপোর্টারঃ বুধবার বেলা ১১টায় খুলনা সার্কিট হাউসে দু’ দিনব্যাপী ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে বিভাগীয় সেমিনারের দ্বিতীয় দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত খুলনা বিভাগীয় টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: ফিরোজ শাহ। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক (উপসচিব) সিফাত মেহনাজ, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কাঞ্জিলাল। স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় ও বিভাগীয় প্রশাসন খুলনার আয়োজনে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ ইউসুপ আলী। আলোচনায় অংশ গ্রহণ করেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাইদ, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক ও সিয়ামের নির্বাহী পরিচালক এড. মাসুম বিল্লাহসহ বাংলাদেশ বেতার খুলনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বিসিক ও বিএসটিআই এর বিভাগীয় প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে মোঃ তবিবুর রহমান বলেন, তামাক নিয়ন্ত্রণ একটি সম্মিলিত কার্যক্রম যে কারণে বিভাগের প্রতিটি দপ্তর নিজ নিজ অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। পরিবারের সন্তান কোথায় কি করছে সতর্কতার সহিত আরো সচেতন হতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর টার্গেট ২০৪০ সালের পূর্বেই দেশ থেকে তামাক সম্পূর্ন ভাবে নির্মূল করা সম্ভব হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আরিফ।