স্থানীয় সংবাদ

শিরোমণি জুট স্পির্নাসের শ্রমিক-কর্মচারীদের প্রতিশ্রুতির চতুর্থ কিস্তির পাওনা টাকা প্রদান :

# চার কিস্তিতে শ্রমিক-কর্মচারীদের ৫ কোটি ৩১ লক্ষ, ২৫ হাজার ৮৭৭ টাকা প্রদান #
# আজও চলবে এ কার্যক্রম #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা চতুর্থ কিস্তির বিলের টাকা গতকাল ১৩ জুন বৃহস্পতিবার থেকে দেওয়া শুরু করেছে মিল কর্তৃপক্ষ। আজ ১৪ জুন শুক্রবার বিলের টাকা পরিশোধের কার্যক্রম চলমান থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর চতুর্থ কিস্তি বিলের ১ কোটি ১২লক্ষ টাকা প্রদানের মধ্য দিয়ে এ কার্যাক্রম শুরু হয়। এর আগে তিনটি কিস্তিসহ চার কিস্তিতে ৫ কোটি ৩১ লক্ষ ২৫ হাজার ৮৭৭ টাকা প্রদান করেছেন মিল কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী ঈদুল আযহার পূর্বেই চতুর্থ কিস্তির টাকা পেয়ে শ্রমিক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, গত বছরের ২৫ জুন খুলনা শ্রম পরিচালকের দপ্তরে ত্রি-পক্ষিয় বৈঠকের এক পর্যায়ে জুট স্পিনার্স লিঃ এর প্রধান কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদের সাথে ফলপ্রসু আলোচনা হয়। বৈঠকে মালিক পক্ষের সাথে আলোচনায় শ্রম আদালতের ১৬৮/১৮ নং মকদ্দমা প্রত্যাহারের শ্রম পরিচালক আশ^াসে। আইনি জটিলতা নিরসন শর্তে মিল মালিক পক্ষ ৫টি কিস্তিতে পাওনা পরিশোধে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গতকাল ১৩ জুন বৃহস্পতিবার দুপুরের পর চতুর্থ কিস্তির পাওনা টাকা পরিশোধ কার্যক্রম শুরু হয়। মিলের ৮৩১ জন শ্রমিক, ২৫ জন কর্মকর্তা ও কর্মচারী এবং ৫৭জন চাকুরী থেকে অবসরে যাওযা শ্রমিক ও মৃত্যু শ্রমিক পরিবারের মাঝে চতুর্থ কিস্তির ১ কোটি ১২ লক্ষ টাকা পরিশোধের কার্যক্রম গুরু করেন। চতুর্থ কিস্তির পাওয়া আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধা পর্যন্ত চলবে।
মিলের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মো. হাবিবুর রহমান বাচ্চু গতকাল ১৩ জুন বৃহস্পতিবার বিকালে মিলের বি শীফটের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে কিস্তির চতুর্থ বিলের পাওনা টাকা পরিশোধ কার্যক্রম শুরু করে। এ সময় তিনি জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পূর্বের তিন কিস্তিতে মোট ৪ কোটি ১৯ লক্ষ ২৫ হাজার ৮৭৭ টাকাসহ মোট ৪টি কিস্তিতে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা ৫ কোটি ৩১ লক্ষ ২৫ হাজার ৮৭৭ টাকা পরিশোধ করা হলো। বিল পরিশোধ অনুষ্ঠানে উপস্থিত মিলের শ্রমিক-কর্মচারীরা পাওনা টাকা পেয়ে মিলের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্জ শামস উল হক এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়াও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শামস উজ জোহার এবং মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদ ও প্রধান অর্থ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ভুইযার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ সময় মিলের সিবিএ শ্রমিক নেতা শেখ আবু তালেব, শ্রমিক নেতা শাহ মোঃ মনিরুল ইসলাম, শেখ আসাদুজ্জামান আশা, শেখ ইকবাল হোসেনসহ মিলের সিবিএ, ননসিবিএ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন চুক্তি অনুযায়ী যেহেতু মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করছে সেহেতু শ্রম পরিচালক ঘোষণা অনুযায়ী মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে নিয়ে মিলটি সুষ্ট ও সুন্দর ভাবে পরিচলনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button