জোড়াগেটে শাওনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর জোড়াগেটস্থ মৃত বাচ্চু তালুকদার ও শিল্পী বেগমের পুত্র মোঃ শামীম তালুকদার (শাওন) এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ জুন) বিকাল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ২১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়। এ সময় তারা বলেন, গত ৫জুন বুধবার কুখ্যাত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী রাকিব ওরফে টোকাই রাকিব ও তার সহযোগীরা ধারালো অস্ত্রের আঘাতে শাওন’কে কুপিয়ে হত্যা করে। রাকিবসহ এ হত্যায় জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানান। এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নিহত শাওনের মাতা শিল্পী বেগম, বোন রিপা আক্তার, ঘাট শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদীন, খাদ্য গুদাম ১৩৮ এর সভাপতি ফারুক খা, বিআইডব্লিউটিএর সভাপতি হাই ইসলাম কচি,শাহজাহান মল্লিক, পাপ্পু, মিজান, সোহেল, সামছু, সালাম, শামীম, টুকু, কালু, বাদলসহ এলাকাবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।