টাকা সার্টিফিকেটসহ অন্যান্য কাগজ আটকানোর ঘটনায় মামলা : প্রতারক গ্রেফতার
# যশোরে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি #
যশোর ব্যুরো ঃ সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রতিশ্রতি দিয়ে সাড়ে ৮লাখ টাকা দাবি করে নগদ ৩ হাজার টাকা ব্যাংকের চেক,এসএসসি প্রবেশ,মার্কশীট,ছবি ও তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় সেনা নিবাস এলাকা থেকে আব্বাস আলী নামে এক প্রতারক গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় বুধবার ১২ জুন রাতে মামলা হয়েছে। মামলাটি করেন, নড়াইল জেলার লোহাগড়া থানার পার আমডাঙ্গা গ্রামের দিপুল শেখ এর ছেলে তানভীর শেখ। মামলায় আসামী করেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মাঝকান্দি গ্রামের হাসান খানের ছেলে আব্বাস আলী। বৃহস্পতিবার ১৩ জুন দুুপুর আসামীদের পুলিশ আদালতে সোপর্দ করেছে।
বাদি মামলায় উল্লেখ করেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের এইচএসসি ২য় বর্ষে লেখাপড়া করে বাদি। প্রায় এক মাস পূর্বে আব্বাস আলী বাদিকে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে বাদির কাছ থেকে সাড়ে ৮লাখ টাকা তাকে দিতে হবে। তার মধ্যে বাদি আব্বাস আলীকে নগদ ৩হাজার টাকা প্রদান করেন। গত ১২ মে যশোর ক্যান্টনমেন্ট (বিআরইউ) মাঠে চাকুরীর জন্য বাদি দাঁড়াই এবং বাদি চাকুরীতে মনোনীত হয়। পরবর্তীতে আব্বাস আলী বাদির নিকট থেকে ইসলামী ব্যাংক একটি চেক,এসএসসি প্রবেশ,মার্কশীট, ছবি এক কপি এবং তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। গত পরশু বুধবার ১২ জুন সকাল অনুমান পৌনে ৮ টায় যশোর ক্যান্টনমেন্ট (বিআরইউ) মাঠে প্রবেশ করে বাদি। সেখানে অবস্থানকালে বাদির কাছে তার এসএসসি সার্টিফিকেট না থাকায় আব্বাস আলীকে বাদি সংবাদ দেয়। তিনি ক্যান্টনমেন্ট মেইন গেট এ আসে এবং তার কাছে বাদি তার সার্টিফিকেট চাই। তখন আব্বাস আলী বাদিকে বে যে,উক্ত টাকা না দিলে তার সার্টিফিকেট দেওয়া হবে না।উক্ত আসামী চাকুরী প্রলোভন দেখিয়ে অপরাজনক বিশ^াসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে টাকা ও বাদির নিজ নামীয় ইসলামী ব্যাংকের একটি চেক,এসএসসি প্রবেশ পত্র,মার্কশীট এক কপি ছবি এবং তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আত্মসাত করেছে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বাদি তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে থানায় এসে মামলা করেন। পুলিশ প্রতারক আব্বাস আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।