জোড়াগেট কুরবাণীর পশু হাটে বেচাবিক্রি জমে উঠেছে
স্টাফ রিপোর্টার ঃ খুলনার সর্ববৃহৎ কুরবাণীর পশুরহাট নগরীর জোড়াগেট কুরবাণীর পশুরহাট। খুলনা সিটি কর্পোরেশন এ হাটটি পরিচালনা করছে। গতকাল সন্দ্যা থেকে হাট জমে উঠেচে। ক্রেতা-আর বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত হাটে ৩১৬টি পশু বিক্রি হয়। এর মধ্যে ১৪৪টি গরু ও ১২৮টি ছাগল রয়েচে। হাসিল আদায় হয়েছে এক লাখ চার হাজার নয়শত চৌত্রিশ টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন কেসিসির সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাজিুর রহমান। তিনি বলেন, বিকেল থেকেই হাটে পশু বিক্রেতা ও ক্রেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে। পুরো হাট জুড়ে লোকে লোকারণ্য। পুরো হাট নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওয়াচ টাওয়ারে বসে পুরো হাট পর্যবেক্ষণ করছে। পাশাপাশি তারা মাঠেও কাজ করছে। বাজার সুপার আঃ মাজেদ মোল্লা বলেন, এই পশুরহাট দক্ষিণাঞ্চলসহ খুলনা মহানগরীর মধ্যে একটি ঐতিহ্যবাহী হাট। সড়কপথের পাশাপাশি নৌপথেও এখানে পশু আনার সুবিধা রয়েছে। এবারের হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম, মেডিকেল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। ঈদের দিন সকাল পর্যন্ত এ হাটে পশু বেচাবিক্রি হবে বলে তিনি জানান।