স্থানীয় সংবাদ
চিতলমারী বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
চিতলমারী প্রতিনিধি: বুধবার (১৯জুন) বিকেল ৫.৫০ মিনিটে চিতলমারী উপজেলার রাজনগর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহণের সাথে মাটি ভাঙ্গা থেকে ছেড়ে আসা মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক মামুনুর রশিদ (৩৩) ঘটনা স্থলে নিহত হন। চিতলমারী থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। রাজিব পরিবহণ টি আটক করেছে। মামুনের বাড়ি মাটি ভাঙ্গা। তার পিতার নাম মাওলানা মুনসুর আলী। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসমত হোসেন, থানার অফিসার ইনচার্জ মো একরাম হোসেন, ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার এস এম আ:ওয়াদুদ খবর সুনে ঘটনা স্থলে যান।