স্থানীয় সংবাদ

বাগেরহাটে বজ্রপাতে ২ জন ও বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদরের ডেমা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতে ২ জন এবং ফকিরজাট উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে ১ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে বৃষ্টির সময়ে বজ্রপাতে নিহতরা হলেন, ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের কাওছার হোসেনের ছেলে সেলিম সেখ (৩৪) ও পিসি ডেমা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে শেখ সহিদুল ইসলাম (২৫)। এ ছাড়া একইদিন বিকেলে জেলারফকিরহাট উপজেলার পিলজংগ টাউন নওয়াপাড়া এলাকায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে মেহেদী মল্লিক(১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, সদরের ডেমা ইউনিয়নের হেদায়েত পুর গ্রামের বৃষ্টির সময়ে বাড়ীর পাশে মাঠে গরু আনতে গেলে সেলিম সেখ বজ্রপাতে নিহত হয়। একই সময়ে পাশর্^বর্ত্তি পিসি ডেমা গ্রামের মাছের ঘেরের বাসায় শুয়ে থাকা অবস্থায় ঘেরের বাসায় বজ্রপাত হলে সেখ সাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে, ফকিরহাট থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান বুধবার বিকেলে টাউন নওয়াপাড়া গ্রামের রাজু মল্লিকের ছেলে মেহেদি মল্লিক বসত বাড়ীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্ররত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button