আনোয়ার-শহিদুল ও খায়রুল-গুড্ডু দুই প্যানেলে ১১ পদের বিপরিতে ২২ প্রার্থী
সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
আগামী ২৪ জুন, সকাল-৯টা-৪টা, খুলনা প্রেসক্লাবে ভোটগ্রহণ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন আগামী ২৪ জুন সোমবার অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ১১টি পদে দুই প্যানেলে বিভক্ত হয়ে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোঃ খায়রুল ইসলাম তালুকদার- সৈয়দ আলম গুড্ডু প্যানেল, পরিবর্তনের অঙ্গীকার ও ন্যায্য অধিকার বুঝে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটাদের কাছে ভোট প্রার্থনা করছে। অপরদিকে আনোয়ার- শহিদুল পরিষদ পুনরায় ভোট দিয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন এবং হকার্সদের সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী মোতাহার রহমান বাবু জানিয়েছেন, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ জুন সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টায় পর্যণÍ খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সংবাদপত্র হকার্স ইউনিয়নের মোট ১১টি পদের বিপরীতে দুই প্যানেলে বিভক্ত হয়ে মোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আনোয়ার-শহিদুল প্যানেল থেকে সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন সরদার আনারস এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম তালুকদার হেলিকাপ্টার প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেল থেকে সহ-সভাপতি দুটি পদে মোঃ জাহাঙ্গীর হোসেন গাজী (হরিণ) ও মোঃ শাহীন মোল্যা (দোয়াত কলম), সহ-সাধারণ সম্পাদক দুটি পদে মোঃ মিন্টু গাজী (কলম) ও মোঃ বিল্লাল শিকদার (মোরগ), কোষাধ্যক্ষ পদে মোঃ মারুফ হোসেন (কম্পিউটার), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান ফরাজী (মোটরসাইকেল), দপ্তর সম্পাদক পদে মোঃ মহিদুল ইসলাম (ফুটবল), প্রচার সম্পাদক পদে মোঃ ইমরান শিকদার (বই) এবং কার্যনির্বাহী সদস্য পদে মোঃ চান মিয়া (টিউবয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে মোঃ খায়রুল ইসলাম তালুকদার- সৈয়দ আলম গুড্ডু প্যানেল থেকে সভাপতি পদে মোঃ খায়রুল ইসলাম তালুকদার চশমা প্রতিক, সাধারণ সম্পাদক পদে সৈয়দ আলম গুড্ডু হাতি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও এই প্যানেল থেকে সহ-সভাপতি দুটি পদে মোঃ আব্দুল বারেক মৃধা (মটরবাস) ও মোঃ পরশ মৃধা (কলস), যুগ্ন সাধারণ সম্পাদক দুটি পদে মোঃ হাফিজুর রহমান (টুপি) ও ওয়াসিম বৈরাগী (বাঘ), কোষাধ্যক্ষ পদে মোঃ হুমাযুন কবির (টেবিল), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম (চায়ের কাপ), দপ্তর সম্পাদক পদে মোঃ বাবুল হাওলাদার বাবু (কমলালেবু), প্রচার সম্পাদক পদে মোঃ নওশের আলী মাঝি (মাইক), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ নয়ন আলী টিয়াপাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন সুষ্ঠু সুন্দর ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির মধ্যে দিয়ে ইউনিয়নের ১৯২জন সদস্য গোপন ভোটে আগামী তিন বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করবেন। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন দৈনিক দেশ সংযোগ পত্রিকার সত্বাধিকারী মুন্সী মাহাবুল আলম সোহাগ ও খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন।