৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবলী উৎসবমুখর পরিবেশে পালন করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ২৩ জুন সকাল ৮টায় দলীয় কার্যালয় আলোকসজ্জা, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা, শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হবে। উল্লেখিত কর্মসূচিতে সদর ও সোনাডাঙ্গা থানার প্রত্যেক ওয়ার্ড থেকে মিছিল সহকারে সকাল ৯টার মধ্যে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ বর্ণাঢ্য আয়োজনে অনুরুপ কর্মসূচি পালন করবে।