স্থানীয় সংবাদ
নগরীর গাঁজা ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর বয়রা কলেজ মোড়ের আব্দুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম বাপ্পি(২৩), আড়ংঘাটার মৃত: আঃ ছাত্তার শেখের ছেলে মোঃ টুটুল হোসেন(২৮), মানিকতলার হিরু মাতুব্বরের ছেলে মাঃশুকুরআলী(২৯)। এদেরকে সোনাডাঙ্গা মডেল থানা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১০৫ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।