খানজাহান আলী থানা ও ওয়ার্ড আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা ও থানার অন্তরগত ৫টি ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করেন। কর্মসুচির মধ্যে ছিল দলিয় কার্যালয়ে আলোকসজ্জাকরণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা ও দোয়া মাহফিল ।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২৩ জুন রবিবার সকাল ৮টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। সকাল সাড়ে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আছরবাদ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ফুলবাড়ীগেট দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে এবং দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিনের কর্মসুচি সমাপ্ত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলের ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আলহাজ্জ হাবিবুর রহমান, থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন থানা আওয়ামী লীগ নেতা শেখ কামাল আহমেদ, সুরুজ্জামান হানিফ, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড সভাপতি খান মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, আসুতোষ বিশ্বাস, মো. শাকিল আহম্মেদ, লিয়াকত মুন্সি, আবুল কালাম আজাদ, শেখ রব্বান আলী, জাহিদুল হক খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, যুবলীগের থানা যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, জেলা তাতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরক, মহানগর তাতী লীগ নেতা সেলিম চৌধুরী, ছাত্রলীগ মহানগর সহ-সভাপতি শেখ সুমন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা বেগম, ্এ্যাড. শাহারা ইরানি পিয়া, রুমা খন্দকার মুন্নি, নার্গিস খানম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ফয়সাল হোসেন, আরিফুল ইসলাম রাসেল, শেখ নাইম,মফিজুর রহমান, বাবলু কাজী, খালিদ বেগ, রমজান শেখ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে খানজাহান আলী থানা ও থানার অন্তুরভুক্ত ৫টি ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন । পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এস এম কামাল হোসেন সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটেন।