জলবায়ূ পরিবর্তন, হঠাৎ করে দীর্ঘস্থায়ী তাপদাহ’র ফলে রাসেল ভাইপার সাপের প্রার্দুভাব : আতংকের কিছু নেই – যশোরের সিভিল সার্জন
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ যশোরের নবাগত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেছেন, জলবায়ূ পরিবর্তন অর্থাৎ হঠাৎ করে দীর্ঘস্থায়ী তাপদাহ এর কারনে রাসেল ভাইপার এর প্রার্দুভাব দেখা দিয়েছে। অধিক গরমের কারনে বিভিন্ন গর্তে ও নির্জজনে থাকা বিভিন্ন প্রজাতির সাপের সাথে রাসেল ভাইপার নামক বিষধর সাপ গর্ত ও তাদের নির্জন থেকে বাইরে বেরিয়ে আসায় এর আগমন প্রার্দুভাব আকারে দেখা দিয়েছে।তবে এর জন্য আতংকর কিছুই নেই। তার কারণ তিনি জানান,অন্যান্য প্রজাতির সাপ যেমন তাদেরকে আঘাত না করলে তারা দংশন করেন না। তেমনই রাসেল ভাইপার সাপকে কেউ যদি আঘাত না করে সেও দংশন করবেন না। রাসেল ভাইপার প্রজাতির সাপ কখনও মানুষকে তাড়িয়ে দংশন করেন না বলে তিনি মনে করেন। হঠাৎ করে দেশে রাসেল ভাইপার প্রজাতির সাপের প্রার্দুভাবের ব্যাপারে তিনি যশোর জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে প্রস্তুত রেখেছেন বলে দাবি করেন। তিনি ইতিমধ্যে যশোরের ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, বিভিন্ন প্রজাতির ও রাসেল ভাইপার সাপে কাটা ব্যক্তিকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাতে। তার কারণ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাপে কামড়ের এন্টি ভেনম মজুত রয়েছেন। সাপে কাটা ব্যক্তি যত দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করবেন তার শতকরা ৭০ থেকে ৯০ ভাগ রোগী সুস্থ্য হয়ে উঠবেন। এ সব রোগীদের শরীরের কোন অঙ্গে কোন ঝুঁকি নেই।
ডাক্তার মাহমুদুল হাসান আরো বলেন, যশোর জেলার স্বাস্থ্য বিভাগে বিভিন্ন প্রজাতির সাথে রাসেল ভাইপার সাপের কামড়ে এন্টি ভেনম ইনজেকশন মজুত রাখার জন্য রোববার ২৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী ঢাকার লাইন ডাইরেক্টর বরাবর ২০০ ভাঃ চাহিদা চেয়ে পত্র প্রেরণ করেছেন। গতকাল ২৩ জুন পর্যন্ত যশোর সদরের পৌরসভাসহ জেলার ৮ উপজেলার কোথাও রাসেল ভাইপার সাপের কামড়ে কোন রোগী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়নি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, রাসেল ভাইপার সাপের ব্যাপারে তিনি জনসাধারনের উদ্দেশ্যে এ প্রতিবেদককে বলেন,বাড়ি ঘর ও আঙ্গিনা পরিস্কার রাখা উচিত। তারা ছাড়া,রাসেল ভাইপার সাপ দেখলে তাকে এড়িয়ে গেলে আক্রমনের সম্ভবনা নেই। রাসেল ভাইপার সাপকে অন্যন্য প্রজাতির সাপের ন্যায় আঘাত করলে দংশনের সম্ভবনা রয়েছেন। আতংক না করে প্রত্যেককে তার বাড়ি ঘর পরিষ্কার পরিছন্নতার মধ্যে রাখলে রাসেল ভাইপারসহ অন্যান্য প্রজাতির সাপের অবস্থানের কোন সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন।