স্থানীয় সংবাদ

বন্ধন এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চলাচল শুরু

যশোর ব্যুরো ঃ ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি রোববার ২৩ জুন থেকে পুনরায় চলাচল শুরু হয়েছে। দু’দেশের সন্মতিতে ১৬ জুন রোববার ও ২০ জুন বৃহস্পতিবার দুদিন রেল চলাচল বন্ধ ছিল। বন্ধন ট্রেনটি কলকাতা থেকে রোববার (২৩ জুন) সকাল ১০ টা ৪০ মিনিটে বেনাপোল ষ্টেশনে পৌঁছায়।পরে বেনাপোল ষ্টেশন থেকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান। রেলওয়ে সূত্রে জানা যায়, বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে সপ্তাহে দুদিন চলাচল করে। ঈদুল আযহা উপলক্ষে ট্রেনটি এই রুটে দুই দিন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়।প্রতিবছরই এ সময় ট্রেনটি চলাচল বন্ধ থাকে। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গত ১৬ ও ২০ জুন বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। ট্রেনটি দুই দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার চালু হলো। যাত্রীরা যাতে দ্রুত গন্তব্যে যেতে পারে পুলিশ সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছে। তবে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। বন্ধের পর আজ রোববার আবার চালু হলো। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার দুদিন এ রুটে বন্ধন ট্রেনটি চলাচল করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button